সুনামগঞ্জে মধ্যনগরে ৯২টি ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে আড়াইটার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে তিনি ইয়াবাবড়ি বিক্রি করছিলেন। খবর পেয়ে ওইদিন রাত পৌনে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৯২টি ইয়াবাবড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে তাঁকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :