পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১ নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে স্কুলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অভিভাবক আব্দুস সালাম, এলাকাবাসীর পক্ষে আরিফ বিল্লাহসহ আরও অনেকে।
তারা বলেন, ‘বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। ২০২৩ সালে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. গিয়াস উদ্দিন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।’
‘তবে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি বারবার প্রতিবাদ করলেও, সে সময়কার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যান সংশ্লিষ্টরা। এর ফলে ভবনের ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ে, দেয়ালে হাত দিলে ইট খুলে পড়ে।’
বক্তারা আরও বলেন, ‘এই ভবন শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অভিভাবকরা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন, আর ছাত্রছাত্রীদের উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমে গেছে।’
তারা দাবি করেন, ‘নির্মাণাধীন এ ভবন অপসারণ করে নতুনভাবে মানসম্মত ভবন নির্মাণ করতে হবে।’
এ বিষয়ে গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, ‘সিডিউল অনুযায়ী ভবনের নির্মাণকাজ করা হচ্ছে, কোনো ধরনের দুর্নীতি হয়নি। প্রয়োজনে ভবনের গুণগত মান পরীক্ষাও করা হবে।’
এদিকে এলজিইডি পটুয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই করা হবে।’

 
                            -20250724072425.jpg) 
                                    
-20250724060420.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন