‘জুলাই জাতীয় সনদ’-এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে জেলা শহরের পৌরবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত নেতা-কর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন দলটির নোয়াখালী-৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নোয়াখালী জেলা শাখার আমীর ও নোয়াখালী-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ইসহাক খন্দকার জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-২ মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী-১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী-৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী-৬ মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফসহ প্রমুখ নেতৃবৃন্দ।
দলটির দাবিগুলো হলো: জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে; আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে, সেজন্য উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে; সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে; এবং বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
নেতারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন তাদের এই দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে এবং সরকার অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবে। কর্মসূচিতে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন