নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোশাররফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে গতকাল রোববার রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ হয়।
গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার থানাপাড়া এলাকার খয়রাত হোসেন সড়কের বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা ছাড়াও দুটি হত্যা মামাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আজিম হোসেন।
তিন জানান, ‘জি.আর ২৬৭/২৪ নম্বর মামলায় বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করার পর আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।