জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের জন্য নীলফামারীতে জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা জামায়াতের দলীয় কার্যালয় আলহেলাল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণের পর ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম এবং সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুল লতিফ প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট, নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগ, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা, শেখ হাসিনার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি তারা তুলে ধরেছেন।
এ সময় নেতারা ৫ দফা দাবির জন্য গণআন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন