নোয়াখালীর কবিরহাট পৌরসভায় সালিশ বৈঠক চলাকালে মাকে মারধর করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে মো. আলা উদ্দিন (২৮)।
শনিবার (২৪ মে) বিকেল পৌনে ৬টার দিকে নিজঘরে তিনি আত্মহত্যা করেন।
আলা উদ্দিন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলা উদ্দিন দীর্ঘদিন তার মায়ের সঙ্গে অন্যায়-অবিচার করে আসছিলেন। এমনকি মায়ের গায়ে হাত তোলাসহ নানান অভিযোগে শনিবার বিকেলে সামাজিকভাবে তার বাড়িতে একটি সালিশ বৈঠক বসে।
এ সময় উপস্থিত সবাই তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে বললে সেখানে পুনরায় মা-ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সবার সামনে মাকে কিলঘুষি মারেন ছেলে আলা উদ্দিন। পরে সালিশ বৈঠকের শেষের দিকে নিজঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনজুর আহাম্মদ জানান, পারিবারিক বিষয় নিয়ে একটি সালিশ বৈঠক চলাকালে রাগান্বিত হয়ে নিজঘরে ডুকে আলা উদ্দিন আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি।