পাবনার ঈশ্বরদীতে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে এস এ পরিবহনের শাখা থেকে বিপুল পরিমাণ নকল ব্র্যান্ডের বিড়ি ও সিগারেট উদ্ধার করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী থানার বিপরীতে অবস্থিত এস এ পরিবহনের ঈশ্বরদী শাখায় অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম ও ঈশ্বরদী থানার এসআই সেলিম রেজা।
উদ্ধারকৃত সামগ্রী-ডার্বি সিগারেট-৭ হাজার প্যাকেট (মূল্য: ৫ লাখ ৬০ হাজার টাকা), মনমোহন বিড়ি-৬ হাজার প্যাকেট (মূল্য: ৪ লাখ ৮০ হাজার টাকা), রানা বিড়ি-২ হাজার প্যাকেট (মূল্য: ৫০ হাজার টাকা), দেশ বিড়ি -৩ হাজার ২০০ প্যাকেট (মূল্য: ৮০ হাজার টাকা), আকিজ বিড়ি-১২ হাজার ৪০০ প্যাকেট (মূল্য: ৩ লাখ ১০ হাজার টাকা), সর্বমোট উদ্ধারকৃত বিড়ি ও সিগারেটের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নকল বিড়ি ও সিগারেট ঈশ্বরদীতে আসছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এস এ পরিবহনের শাখা থেকে এসব নকল পণ্য উদ্ধার করে। অভিযানের পর প্রায় তিন ঘণ্টা ধরে মালিকের জন্য অপেক্ষা করা হয়, কিন্তু কেউ মালিকানা দাবি করেনি।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও সিগারেট আটক করেছি। মালিক পক্ষকে বারবার ফোন দেওয়া হলেও তারা উপস্থিত হয়নি। সঠিক কাগজপত্র দেখাতে না পারলে এগুলো আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।”
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, “বিজিবি ও থানার যৌথ অভিযানে নকল বিড়ি ও সিগারেট উদ্ধার করা হয়েছে। এগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঈশ্বরদী কাস্টমস গুদামের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “উদ্ধারকৃত পণ্য কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, নকল বিড়ি ও সিগারেটের অবৈধ ব্যবসার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

 
                             
                                    
-20250203133136.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন