পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা রিফাত হাসান উচ্ছ্বাস (২৯) ঈশ্বরদী উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ঈশ্বরদী শহরের শেরশাহ রোডের একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, রিফাত হাসান উচ্ছ্বাস ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলা নম্বর ১০(৮)২৪-এর ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
রিফাত হাসান উচ্ছ্বাস উপজেলা যুবলীগের সভাপতি তমাল শরীফের ভাগনে। তিনি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা মাহজেবিন শিরিন পিয়ার ছেলে এবং সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ভাগনে।
উল্লেখ্য, ঈশ্বরদীতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।