বোরো মৌসুম এখনো শেষ না হলেও পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের জন্য তৈরি করেছে চরম ভোগান্তি।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চালের দামের এ ঊর্ধ্বগতির চিত্র উঠে এসেছে।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সরু চালের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে মোটা ও মাঝারি চালের ওপরও। ফলে সাধারণ মানুষের নিত্যদিনের প্রধান খাদ্য চালের মূল্যবৃদ্ধি তাদের সংসার চালানো কঠিন করে তুলেছে।
ভাঙ্গুড়া বাজারে চাল কিনতে আসা ভ্যানচালক মনি হোসেন বলেন, ‘গত সপ্তাহেও যেই চাল ৫০ টাকায় কিনেছি, আজ সেটা কিনতে হলো ৫৬ টাকায়। এভাবে যদি বাড়তেই থাকে, তাহলে পরিবার নিয়ে চলা মুশকিল হয়ে যাবে।’
চাল ব্যবসায়ীরা বলছেন, ‘ধানের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মিল পর্যায় থেকেই চালের দাম বেশি। আবার আবহাওয়াজনিত কারণে ধানের উৎপাদনও কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিল মালিকরা এই সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছেন, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়ছে।
ভাঙ্গুড়া বাজারের এক চাল ব্যবসায়ী বলেন, ‘আমরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছি না। মিল থেকেই বেশি দামে চাল আসছে, তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছি। অনেক সময় ক্রেতারা আমাদের সাথেই কথা কাটাকাটি করেন।’
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি রূপালী বাংলাদেশকে জানান, ‘আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সতর্ক নজর রাখা হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :