রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১০:৩৯ এএম

ভাঙ্গুড়ায় চালের দামে ঊর্ধ্বগতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১০:৩৯ এএম

পাবনার ভাঙ্গুড়ায় চালের বাজারে অস্থিরতা। ছবি- সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় চালের বাজারে অস্থিরতা। ছবি- সংগৃহীত

বোরো মৌসুম এখনো শেষ না হলেও পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের জন্য তৈরি করেছে চরম ভোগান্তি।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চালের দামের এ ঊর্ধ্বগতির চিত্র উঠে এসেছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সরু চালের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে মোটা ও মাঝারি চালের ওপরও। ফলে সাধারণ মানুষের নিত্যদিনের প্রধান খাদ্য চালের মূল্যবৃদ্ধি তাদের সংসার চালানো কঠিন করে তুলেছে।

ভাঙ্গুড়া বাজারে চাল কিনতে আসা ভ্যানচালক মনি হোসেন বলেন, ‘গত সপ্তাহেও যেই চাল ৫০ টাকায় কিনেছি, আজ সেটা কিনতে হলো ৫৬ টাকায়। এভাবে যদি বাড়তেই থাকে, তাহলে পরিবার নিয়ে চলা মুশকিল হয়ে যাবে।’

চাল ব্যবসায়ীরা বলছেন, ‘ধানের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মিল পর্যায় থেকেই চালের দাম বেশি। আবার আবহাওয়াজনিত কারণে ধানের উৎপাদনও কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিল মালিকরা এই সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছেন, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়ছে।

ভাঙ্গুড়া বাজারের এক চাল ব্যবসায়ী বলেন, ‘আমরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছি না। মিল থেকেই বেশি দামে চাল আসছে, তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছি। অনেক সময় ক্রেতারা আমাদের সাথেই কথা কাটাকাটি করেন।’

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি রূপালী বাংলাদেশকে জানান, ‘আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সতর্ক নজর রাখা হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Shera Lather
Link copied!