ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পায়রা নদীর ভাঙন কবলিত মানুষের পাশে এবি পার্টি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১০:০১ পিএম
পায়রা নদীর ভাঙনকবলিত আলগী গ্রামে মানবিক সহায়তায় এবি পার্টির ওহাব মিনার। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর ভাঙনকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পায়রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী এলাকায় সরেজমিনে উপস্থিত হন তিনি। তার সঙ্গে ছিলেন এবি পার্টির পটুয়াখালী জেলা শাখার নেতারা।

তার আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সের শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে তাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন। এলাকা ঘুরে দেখে প্রফেসর ওহাব মিনার বলেন, ‘পায়রা নদীর ভাঙনে আলগী গ্রাম আজ প্রায় নিশ্চিহ্নের পথে। অনেক পরিবার এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের পাশে থাকব এবং এই ভাঙন রোধে যা যা করা প্রয়োজন, সব করবো।’

তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যাটি তুলে ধরার আশ্বাসও দেন।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মেহেদী হাসান কাওছারসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ।