পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্থানীয় যুবসমাজের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে পুল ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে শুরু হওয়া এই উদ্যোগ এরই মধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বলদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত একটি পুরোনো পুলের সংস্কার কাজের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের পুলটিতে নতুন ছাউনি বসানো হয়েছে।
স্থানীয় যুবকদের নেতৃত্বে গঠিত এই উদ্যোগের আওতায় ইউনিয়নের ৯টি পুল ধাপে ধাপে সংস্কারের পরিকল্পনা রয়েছে। প্রতিটি শুক্রবার, অর্থাৎ ছুটির দিনে স্বেচ্ছাশ্রমে এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বরূপকাঠী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম জানান, ‘এলাকায় দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই জনগণের ভোগান্তি লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছি। মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের নেতৃত্বে আমরা এই কাজ করছি, যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।’
স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সমাজের তরুণদের মধ্যে দায়িত্ববোধও বৃদ্ধি পাচ্ছে। তারা যুবসমাজের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।