ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরে মাগরিবের নামাজ শেষে গৃহবধূকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:৪৭ এএম
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, মাগরিবের নামাজ পড়ে আসমা আক্তার জায়নামাজের ওপর বসে ছিলেন। এ সময় তার ছেলের স্ত্রী ওজু শেষে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে শাশুড়ির মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’