ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদাবাজদের হুমকি থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়: মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, চাঁদাবাজদের হুমকি থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। তাই সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের দেশ পরিচালনার দায়িত্বে আনতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী গ্রামের তালুকদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেকেই মনে করেছিলেন সৈরাচার হাসিনা না মারা পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে তার আগেই আমাদের বিচার দেখিয়েছেন।

এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারী আমীর মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতের শংকরপাশা ইউনিয়নের সভাপতি মাওলানা মো. মনিরুল ইসলাম খান।