ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

পদ্মার ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১০:৫২ এএম
ছবি- সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৪২৮ টাকায় বিক্রি হয়েছে। 

শুক্রবার (৯ মে) সকালে অনলাইনের মাধ্যমে এক প্রবাসী মাছটি কিনে নেন।

পদ্মা নদী থেকে ধরা ইলিশটি প্রথমে কিনে নেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে তিনি মাছটি আরও এক ক্রেতার কাছে বিক্রি করেন।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘ভোরে জেলে ইসমাইল হালদারের কাছ থেকে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২৩২ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটির ছবি বিক্রির জন্য ফেসবুকে আপলোড করলে এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪২৮ দিয়ে কিনে নেন। প্রবাসীর পরিবার থাকে চট্টগ্রামে। তাই মাছটি সেখানে ডেলিভারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই মৌসুমের এটাই সবচেয়ে বড় ইলিশ মাছ এখন পর্যন্ত। এত বড় ইলিশ মাছ অনেকদিন এই পদ্মায় পাওয়া যায় না। তাই বেশি দাম হলেও মাছটি আমি কিনে নিয়েছি। পদ্মার বড় ইলিশের চাহিদাও রয়েছে বেশ ভালো।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘অনেক আগে নদীতে বড় আকৃতির ইলিশ মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে বড় সাইজের ইলিশ মাছ সচরাচর কম পাওয়া যায়। তবে মাঝেমধ্যেই দৌলোদিয়ায় বড় আকৃতির ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা খুশির খবর।’