ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

হাসপাতালের মেন্যুতে খাসি-রুই, বাস্তবে মুরগি-পাঙাশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৫৭ পিএম
রাজবাড়ী সদর হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ী সদর হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ আগস্ট) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ‌রিদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে হাসপাতালের হিসাব শাখা, স্টোক, ওয়ার্ড ও রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অনিয়মের সত্যতা পান দুদক কর্মকর্তারা। রোগীদের অভিযোগ যাচাই করতে প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা।

তদন্তে দেখা যায়, রোগীদের খাবারের ডায়েট চার্টে উল্লেখ থাকা সত্ত্বেও তা ঠিকভাবে মানা হয় না। সপ্তাহে মাত্র একদিন খাসির মাংস, কাতলা বা রুই মাছ দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে রোগীরা প্রায় পাঁচ দিনই পাঙাশ মাছ ও মুরগি পাচ্ছেন। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণ ছিল অপরিচ্ছন্ন এবং রোগীদের জন্য বরাদ্দকৃত কিছু ওষুধও কম পাওয়া গেছে।

দুদকের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ বলেন, ‘আমরা প্রমাণাদি সংগ্রহ করেছি। এখন সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে প্রতিবেদন আকারে পাঠানো হবে।’

অভিযানকালে দুদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক মো. শামীম উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত থাকলেও জরুরি অস্ত্রোপচারের কারণ দেখিয়ে সরে যান। পরে তিনি বলেন, ‘দুদক অভিযানে অনিয়ম পেলে আমাদের জানাতে পারে, সমস্যা নেই।’