রাজবাড়ী সদর উপজেলায় সেনা ক্যাম্পের বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক যুবককে বিদেশি রিভলভার ও ধারালো অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (১ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক আলাউদ্দিন পাটোয়ারী নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তাকে আটকের পর সোমবার সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অধিনায়ক, ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে নিমতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে ‘মেড ইন জার্মানি’ ৬ শটের একটি বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’


-20251201152648.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন