ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের নতুন সূচি প্রকাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১০:০২ পিএম
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত

চলতি বছর (২০২৫ শিক্ষাবর্ষে) দেশের মাদ্রাসাগুলোর পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।

বৃহস্পতিবার (৮ মে) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সব বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসার জন্য ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি হালনাগাদ করা হয়েছে।


 
আরও বলা হয়েছে, সংশোধিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত। আর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩ আগস্ট।

নির্বাচনী পরীক্ষা ১৬ অক্টোবর শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ফল প্রকাশিত হবে ১০ নভেম্বর। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর এবং শেষ হবে ১১ ডিসেম্বর। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।


 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন সময়সূচি অনুসারে মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।