ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

সন্তান কোলে নিয়ে পরীক্ষা, ডিগ্রিতে দেশসেরা বাগমারার শামীমা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৩:৫২ পিএম
শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিয়ে গোটা দেশের মধ্যে ডিগ্রি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহীর শামীমা আক্তার। ছবি- সংগৃহীত

এক মাসের কন্যাশিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিয়ে গোটা দেশের মধ্যে ডিগ্রি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় তিনি বিএসসি শাখায় দেশের সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করে দেশসেরা নির্বাচিত হন।

শামীমা বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ছাত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে তার কৃতিত্বের বিষয়টি জানানো হয়েছে।

শামীমা আক্তার বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির মেয়ে এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি জানান, সন্তান জন্মের মাত্র এক মাস পর পরীক্ষা দিয়েছি। সংসারের দায়িত্ব, সদ্যোজাত সন্তান ও পড়ালেখা—সব একসঙ্গে সামলে এত বড় অর্জন এসেছে কেবল অদম্য মনোবল আর প্রচেষ্টার ফলে। ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন রয়েছে তার।

এর আগেও শামীমা অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। তার ধারাবাহিক সাফল্যে পরিবার ও এলাকা গর্বিত।

শামীমার অসাধারণ কৃতিত্বে বৃহস্পতিবার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমার এ অর্জনে আমরা গর্বিত। সে আমাদের কলেজের গৌরব। তার সাফল্য কলেজের পাশাপাশি গোটা বাগমারাকে সম্মানিত করেছে।’