ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

অ্যাপলের শীর্ষস্থানীয় পদে রদবদল নতুন সিওও সাবিহ খান 

ইনফোটেক প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৬:৪২ পিএম
সাবিহ খান। ছবি- রূপালী বাংলাদেশ

প্রতিষ্ঠান পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা জেফ উইলিয়ামস চলতি মাসের শেষ ভাগে  অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যাপলের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) সাবিহ খান। 

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। তবে উইলিয়ামস আপাতত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  টিম কুকের অধীনেই কাজ চালিয়ে যাবেন। তিনি অ্যাপল ওয়াচ, হেলথ ইনিশিয়েটিভ এবং ডিজাইন টিমের দায়িত্ব পালন করবেন অবসরের আগ পর্যন্ত। চলতি বছরের শেষ ভাগে তার অবসরে যাওয়ার কথা রয়েছে। উইলিয়ামসের অবসরের পর অ্যাপলের ডিজাইন টিম সরাসরি টিম কুকের অধীনে কাজ করবে। 

বিবৃতিতে টিম কুক বলেন, ‘জেফ এবং আমি অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছি। অ্যাপল আজ যে অবস্থানে পৌঁছেছে, তাতে তার অবদান অনস্বীকার্য। বিশ্বমানের সাপ্লাই চেইন তৈরি, অ্যাপল ওয়াচের সূচনা ও উন্নয়ন, স্বাস্থ্য খাতে আমাদের কৌশল নির্ধারণ এবং ডিজাইন টিমের নেতৃত্ব; প্রতিটি ক্ষেত্রেই তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।’

কুক আরও বলেন, ‘জেফের আসল উত্তরাধিকার হচ্ছে সেই শক্তিশালী টিম, যা তিনি তৈরি করে রেখে যাচ্ছেন। আমরা তাকে খুব মিস করব, কিন্তু তার উত্তরসূরি হিসেবে সাবিহ খানের নেতৃত্বে অ্যাপলের ভবিষ্যৎকে আত্মবিশ্বাসের সঙ্গে দেখছি।’

কে এই সাবিহ খান?

অ্যাপলে প্রায় তিন দশক ধরে কর্মরত সাবিহ খান ২০১৯ সাল থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ছয় বছর ধরে তিনি অ্যাপলের বৈশ্বিক সাপ্লাই চেইনের দেখভাল করছেন। এর আওতায় তিনি উৎপাদন, পরিকল্পনা, পণ্যের মান নিয়ন্ত্রণ, সরবরাহ, লজিস্টিকস এবং কর্মী নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। সাবিহ নেতৃত্ব দিয়েছেন অ্যাপলের পরিবেশবান্ধব নীতিমালায়ও। তার তত্ত্বাবধানে কোম্পানিটির কার্বন নিঃসরণ ৬০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অ্যাপলের উৎপাদন কাঠামো সম্প্রসারণেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

টিম কুক বলেন, ‘সাবিহ একজন অসাধারণ কৌশলবিদ। অ্যাপলের সাপ্লাই চেইন ব্যবস্থার অন্যতম প্রধান স্থপতি তিনি। আধুনিক প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও তিনি অনেক দূর এগিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, তিনি নেতৃত্ব দেন মনের গভীরতা ও মূল্যবোধ দিয়ে।’

উইলিয়ামসের বিদায় বার্তা

জুন মাসে অ্যাপলে তার ২৭ বছর পূর্ণ করেছেন জেফ উইলিয়ামস। পুরো প্রযুক্তি খাতে তার অভিজ্ঞতা ৪০ বছরেরও বেশি। নিজের বিদায় বার্তায় তিনি বলেন, ‘এই অসাধারণ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা ছিল জীবনের বড় সৌভাগ্য। টিম কুকের নেতৃত্ব ও বন্ধুত্ব আমার জন্য অনুপ্রেরণাদায়ী ছিল। নতুন বছরে আমি পরিবার ও নাতি-নাতনিদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই।’ তিনি আরও বলেন, ‘সাবিহের সঙ্গে আমার কাজের সম্পর্ক ২৭ বছরের। আমি নিঃসন্দেহে বলি, তিনি বিশ্বের অন্যতম সেরা পরিচালন নির্বাহী।’
সাবিহ খানের পেশাগত পটভূমি

অ্যাপলে যোগ দেওয়ার আগে সাবিহ খান জিই প্লাস্টিকসে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল লিডার হিসেবে কাজ করেছেন। তিনি টাফটস ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন।