ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজশাহীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৪:২৯ পিএম
প্রতীকী ছবি। ছবি- সংগৃহীত

রাজশাহীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. টুটুল (১৯) নামের এক যুবককে র‌্যাব গ্রেপ্তার করেছে। শনিবার (১২ জুলাই) রাতে জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল।

অভিযুক্ত টুটুলের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে।

রোববার (১৩ জুলাই) সকালে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল আসামি টুটুল। গত ১১ মে রাত ১০টার দিকে দেখা করার নামে ওই কিশোরীকে বাড়ির পাশে ডেকে নেয় কিশোর টুটুল। এরপর নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণচেষ্টা চালায়।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে টুটুল তখন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনাটি ছায়াতদন্ত করছিল র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।