রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপাত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেলে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশ করছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে সে সময় দু’পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হাতাহাতির ঘটনায় দু’পক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা বলেন, তারা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তারা অধ্যক্ষের কাছে অনুমতি নিতে যান। তখন তাদের পরিচয়পত্র দেখতে চান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের দুজনকে মারধর করা হয়েছে।
সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, ‘শিবির এই কলেজে আমার কবর দেবে বলে হুমকি দিয়েছে। শিবিরের সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে এসে আমাদের কর্মীদের নির্যাতন করেছে। সিটি কলেজে তারা অরাজকতা করতে চাচ্ছে।’
বিকেল পর্যন্ত কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে নগরের বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদকে ফোন করা হলেও তিনি ধরেননি। এদিকে বিকেলে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন