ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিমান দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা শিক্ষক দম্পতি

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:৫৬ পিএম
উক্যসাইন মারমা (১৪)। ছবি- রূপালী বাংলাদেশ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় উক্যসাইন মারমা (১৪) নামের এক সপ্তম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

তিনি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার বাসিন্দা।

শিক্ষক বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন উক্যসাইন মারমা। বাবা উসাইমং মারমা বাঙালহালিয়া আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা ডেজিপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলার ক্যপথেংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ উক্যসাইন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পৌঁছালে উক্যসাইনের গ্রামে নেমে আসে শোকাছায়া। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাতে উক্যসাইনের মরদেহ ঢাকায় থেকে রাঙামাটির বাঙালহালিয়ায় আনা হচ্ছে। তার দাদা কংহ্লাপ্রু মারমা, দাদি ক্রাতুমা মারমা ও পিসি হ্লামাচিং মারমা বাড়িতে রয়েছেন। একমাত্র নাতি ও ভাইপোকে হারিয়ে তারা বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

উক্যসাইনের পিসি হ্লামাচিং মারমা বলেন, ‘ভাইয়ের ইচ্ছে, ছেলের মরদেহ বাড়িতে একরাত রেখে পরদিন দাহ করার। ভাবতেও পারছি না, মোবাইলে আষাঢ়ী পূর্ণিমার দিন ওর সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে ছিল খুবই মেধাবী ও ভদ্র ছেলে।’

উক্যসাইন স্থানীয় নার্সারি স্কুলে প্রাথমিক পড়াশোনা শেষ করে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেন্ট পাবলিক স্কুলে অধ্যয়ন করেন। পরবর্তীতে ক্যাডেট কলেজে ভর্তির আশায় মিরপুরে একটি কোচিং সেন্টারে পড়াশোনা করেন। ভর্তি না হওয়ায় ২০২৫ শিক্ষাবর্ষে তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে ভর্তি হন এবং হোস্টেলে থাকতেন।

পিতা উসাইমং মারমা বলেন, ‘আমার একমাত্র ছেলেকে হারালাম। বুধবার (২৩ জুলাই) আমাদের গ্রামে তার দাহক্রিয়া সম্পন্ন হবে। আমি আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।’

রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, ‘উক্যসাইন সম্পর্কে আমাদের আত্মীয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

উল্লেখ্য, মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি প্রশিক্ষণ নয়, একটি যুদ্ধ বিমান ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।