গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে যশোর থেকে তুলে নেওয়া স্বামীর সন্ধান চেয়ে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছেন এক নারী। নিখোঁজ হওয়া ওই ব্যক্তির নাম মাসুম বিল্লাহ।
সোমবার (৪ আগস্ট) প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও মাসুম বিল্লাহর স্ত্রী মোছা. সাবিনা ইয়াসমিন (২৯)।
লিখিত বক্তব্যে তিনি জানান, আর্থিক অনটনের কারণে স্বামী ও সন্তানকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে যশোর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার স্বামী একজন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
গত ১ আগস্ট দুপুর ৩টার দিকে যশোরের সংকরপুর এলাকায় কাজ করার সময় হঠাৎ ৫-৬ জন ব্যক্তি নিজেদের সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাসুম বিল্লাহকে তুলে নিয়ে যান।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘তাদের পরিচয় জানতে চাইলে দূর থেকে একটি পরিচয়পত্র দেখায় তারা। এরপর স্বামীকে বেধড়ক মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না।’
তিনি জানান, মাসুম বিল্লাহর খোঁজে তিনি কালিগঞ্জ থানা, সাতক্ষীরা ডিবি কার্যালয়, হাসপাতাল ও জেলখানায় গিয়ে খোঁজ নিয়েছেন। কিন্তু কোথাও স্বামীর অবস্থান পাননি। স্থানীয় প্রশাসনের কাছেও বিষয়টি জানতে চেয়েছেন, কিন্তু তারা মাসুমের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
সাবিনা ইয়াসমিন আরও জানান, ‘আমার স্বামী যদি কোনো অপরাধে জড়িত থাকতেন তবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হতো। কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য না পেয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছি।’
তিনি বলেন, মাসুম বিল্লাহ আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের সময় স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কিছু বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরেই হয়তো তাকে গুম করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।
সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় থাকা এই নারী বলেন, ‘স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন দিন ধরে খোঁজ না পেয়ে আমরা ভেঙে পড়েছি।’
সংবাদ সম্মেলনে তিনি স্বামীর সন্ধানে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।