সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:৩৫ পিএম

সুন্দরবনের অভয়ারণ্য থেকে চার জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:৩৫ পিএম

আটককৃত জেলেরা।   ছবি- রূপালী বাংলাদেশ

আটককৃত জেলেরা। ছবি- রূপালী বাংলাদেশ

সুন্দরবনের অভয়ারণ্য হেতালবুনিয়া এলাকা থেকে চার জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।

রোববার (৭ সেপ্টেম্বর) নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু বারবার কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সোমবার সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আদালতে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫), সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকার করছে। এর ফলে নদী ও বনজ সম্পদের ক্ষতি হচ্ছে।

স্থানীয় পরিবেশবিদরা বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান সুন্দরবনকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!