সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আট নারীসহ ১৫ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১ অক্টোবর) রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি একই রাতেই সাধারণ ডায়েরি (জিডি) করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই শেষে বৃহস্পতিবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন-খুলনার কয়রা উপজেলার ফজিলা খাতুন (৪৭) ও তার ছেলে মিলন গাজী (১৯), ডুমুরিয়ার জয়খালী গ্রামের সবুজ মোড়ল (১২), তার স্ত্রী রেশমা খাতুন (২২) ও মেয়ে রাজিয়া (৭), কয়রার মাদারবাড়িয়া গ্রামের জাফারুল ইসলাম (৩৮), তার স্ত্রী রহিমা (২৮), ছেলে জামশেদ (১২) ও মেয়ে জীম (৩), কয়রার এলেম সরদার (৪৯), তার স্ত্রী আকলিমা (৪৪) ও মেয়ে আছিয়া (১১), মহারাজপুর গ্রামের আহসান হাবিব খোকন (৪২), তার স্ত্রী রওশন আরা (৩৮) ও ছেলে সোহান (৫)।
বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় বিএসএফ তাদের আটক করে। পরে বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
স্থানীয়দের মতে, জীবিকার সন্ধানে বা আত্মীয়-স্বজনের খোঁজে অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় তাদের আটক করে বিএসএফ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন