সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, বুধবার সন্ধ্যায় বিএসএফের কাছ থেকে পেয়ে ১৮ বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম।
হস্তান্তরকৃতরা হলেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, রাবেয়া খাতুন, জিন্টুর মেয়ে রায়হান মোল্যা (০১), আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, রিজিয়া খাতুন, মহব্বত ঢালীর ছেলে ইয়াসিন ঢালী (১৫), মমতাজ পারভীন, নূর ইসলাম, তার ছেলে জিম খাতুন (০৭), দাতিনাখালী গ্রামের উমর ফারুক, রুপা খাতুন, তার মেয়ে জান্নাতী খাতুন (০৪) ও খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম, তাদের মেয়ে সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন ও তার ছেলে সাকিব সরদার (০৭)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তার কাছে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করেন। পরে তিনি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে সোপর্দ করেন।
ফেরত আসা ফারুক সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।
সাতক্ষীরা সদর থানার এসআই (তদন্ত) শফিুকর রহমান বলেন, ‘থানায় সোপর্দ করা ১৮ জনকে যাচাইবাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’