ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

বিষ প্রয়োগে খামারের ১০৮ কবুতর হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৩২ পিএম
মৃত কবুতরগুলো। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা সদরে বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। খামারের মালিক মো. রায়হান কবির (২২) সদর থানায় একটি এজাহার দিয়েছেন। তিনি এক ব্যক্তিসহ আরও দু-তিন জনকে আসামি হিসেবে উল্লেখ করেছেন। রায়হানের দাবি, এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পদ্মশাখরা এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৭টার দিকে রায়হানের খামারের কবুতরগুলো উড়ে বাইরে যায়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা আবুল হোসেন মানা (৪৫) একটি মৃত কবুতর নিয়ে জানান, পাশের সরিষাখেতে আরও অনেক কবুতর মৃত অবস্থায় পড়ে আছে।

রায়হান ঘটনাস্থলে গিয়ে দেখেন, খামারের বিভিন্ন প্রজাতির ১০৮টি কবুতর বিষাক্ত রাসায়নিক খেয়ে মারা গেছে। তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী মো. ইসমাইল গাজী (৩২) ব্যক্তিগত শত্রুতার জেরে গোপনে ক্ষেতে বিষ প্রয়োগ করেছেন।

রায়হান বলেন, ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন, ‘কবুতর মেরেছি, প্রয়োজনে আরও মারব।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।