ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৪:১৪ পিএম
বিএনপির লোগো। ছবি- সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে মো. হোসেন আলীকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল গ্রহণ করবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত নেতা মো. হোসেন আলী সাংবাদিকদের বলেন, ‘যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বহিষ্কার করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ষড়যন্ত্রের শিকার।’