শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. নুরল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং মরহুমের বিদেহী আত্মার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে ওই মাঠেই মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
মো. নুরল হক উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দধিয়ারচর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. নুরল হকের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০১৩, গেজেট তালিকা নম্বর ১০৭৫ এবং কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৮১৬। তিনি সোমবার বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন পেশার মানুষ আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।