জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন এবং পূর্ববর্তী ব্যক্তিদের উপরও রোজা ফরজ ছিল। কোরআন নাজিলের কারনেই এ মাসের এতো মর্যাদা।
বিশ্ববাসীর জন্য কোরআন হলো পথ প্রদর্শক। রোজাদাররা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা কোরআন মানবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে তারাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে।
যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্চিত করবেন।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়পাঙ্গাসী ইউনিয়ন শাখার উদ্যোগে বড়পাঙ্গাসী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিল মাস্টারের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সাধারণত সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মাদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন