সিরাজগঞ্জের কামারখন্দে র্যাবের অভিযানের সময় পুকুরে ঝাঁপ দেওয়ার পর শাওন রেজা (২২) নামে এক মাদক কারবারি পানিতে ডুবে মারা গেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাওন উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মণ্ডলের ছেলে।
ওসি আব্দুল লতিফ জানান, র্যাব-১২-এর সদস্যরা রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর গ্রামে মাদক উদ্ধারের জন্য আসেন। স্থানীয়দের সাথে কথা বলার একপর্যায়ে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন শাওন। এ সময় বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দিলে তিনি তলিয়ে যান।
পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের এক মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন শাওন রেজা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন