ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু

সিলেট ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:৪১ পিএম
ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবার উদ্বোধন করেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে যুক্ত হলো নতুন প্রযুক্তিসেবা। এখন থেকে বিমানবন্দরের নির্ধারিত এলাকায় বিদেশগামী ও প্রবাসফেরত যাত্রীরা বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা উপভোগ করতে পারবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘বিদেশগামী ও প্রবাসফেরত যাত্রীদের সহজ যোগাযোগের জন্য এই সেবা চালু করা হয়েছে। খুব শিগগিরই বিমানবন্দরের পুরো এলাকা ফ্রি ওয়াইফাই কাভারেজের আওতায় আসবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই সেবা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রযুক্তিনির্ভর জনসেবার অঙ্গীকারের অংশ।

ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে যাত্রীরা আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রাথমিকভাবে ডিপারচার লাউঞ্জ ও ইমিগ্রেশন এলাকায় ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি আগত যাত্রীদের জন্য এবং পুরো টার্মিনাল এলাকায় সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, এ উদ্যোগটি দেশের অন্যান্য বিমানবন্দরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা সর্বত্র সমান ডিজিটাল সুবিধা পান।