ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৪৫ পিএম
জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ। ছবি- সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের অনুপ্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (০২ নভেম্বর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের সবজি চাষের জমিতে স্থাপিত বাঁশের বেড়া, ভেড়া রাখার ঘর ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলে। এ সময় ক্ষুব্ধ স্থানীয় কৃষক ও এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয়দের অভিযোগ, ‘এটা আমাদের নিজস্ব ভূমি, সীমান্ত নির্ধারিত আছে। কেউ আমাদের জায়গা দাবি করতে পারবে না।’ তারা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতে এমন সীমান্ত লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সরকার ও বিজিবি কঠোর পদক্ষেপ নেবে।