টাঙ্গাইলের গোপালপুরে শতবর্ষী একটি বটগাছ ভেঙে পড়েছে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার শিমলা বাজারে সাপ্তাহিক হাট চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এতে বাজার এলাকার প্রায় ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিশাল বটগাছটি উপড়ে পড়ে। মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পথচারী ও হাটে আসা ক্রেতা-বিক্রেতা গাছের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ সময় গোপালপুর থানার ওসি গোলাপ মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাগর মিয়া ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শতবর্ষী বটগাছটি বাজারের একটি ঐতিহাসিক প্রতীক হলেও দীর্ঘদিন ধরে এর ভেতরে পচন ধরেছিল। গাছটি অপসারণের দাবি আগেই উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
ঘটনার পর পুরো বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণ ও অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. নুরুল ইসলাম জানান, ‘আমরা দ্রুত আহতদের হাসপাতালে পাঠাই এবং বটগাছ অপসারণের কাজ এখনো চালিয়ে যাচ্ছি।
আপনার মতামত লিখুন :