ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে বিবদমান জমি দখলকে কেন্দ্র করে এবার রানীশংকৈল উপজেলার চেকপোস্ট বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলার হরিপুর উপজেলায় জমিজমাকে কেন্দ্র করে বিদ্যমান রানীশংকৈল উপজেলার চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকাকালীন সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
এ ছাড়াও এ সময় চেকপোস্ট বাজারের বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে। এখানকার মানুষ আইনকে তোয়াক্কা না করেই এমন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এতে আমরা সাধারণত খুব আতঙ্কে আছি। আমরা প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। নয়তো এমন পরিস্থিতি চলতে থাকলে কে কখন মরবে তার কোনো নিশ্চয়তা নেই।
তাছাড়াও ১৪৪ ধারা জারি থাকার কারণে বাজারের দোকানপাট বন্ধ। তাই আমরা বাজারঘাট ঠিকমতো করতে পারছি না। এতে চরম ভোগান্তিতে পড়েছি আমরা।
রাতে জানতে চাইলে এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, বিকেলে চেকপোস্ট এলাকায় দু’পক্ষ মারমুখি অবস্থান নিয়েছিল। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা ঘটনাস্থলে স্থানীয়দের নিয়ে মিটিং করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছেন, এখানকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা বাড়িঘর থেকে বের হতেই ভয় পাচ্ছি। কখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে এতে কার কি অবস্থা হয়। দু`পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন। প্রশাসনের লোকজন তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) হরিপুরে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় শুক্রবার গেদুড়া ইউনিয়নের কিসমত, আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করে হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
অন্যদিকে রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা উপজেলার ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেন। হরিপুর ও রানীশংকৈলের দুই উপজেলা সেই স্থানগুলোতে এখনো ১৪৪ ধারা কার্যকর আছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন