ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

আ. লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নাকে কারাগারে প্রেরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৬:১৩ পিএম
রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে (মাঝে হাতকড়া পরানো) কারাগারে প্রেরণ করা হচ্ছে। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিষিদ্ধ ছাত্রীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সোমবার রাত ৮টার দিকে রাণীশংকৈল উপজেলার চৌরাস্তা থেকে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার আজম মুন্না সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রানীশংকৈল থানার মামলা হয়। এ মামলায় অন্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকেও আসামি করা হয়।

এর আগে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন শাহরিয়ার আযম মুন্না। অবশেষে সোমবার রাত ৮টার দিকে উপজেলা শহরের তার নিজস্ব অফিস থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, রাতে রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করে। 

তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলাও হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি আরশেদুল হক।