ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই কৃষকদল নেতা বহিষ্কার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:২২ এএম
রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়াসহ প্রকাশ্যে গোষ্ঠী সাফ করে দেওয়ার হুমকি দেওয়া কৃষকদলের নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা কৃষকদল।

শনিবার (৯ আগস্ট) রূপালী বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে ‘রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি কৃষকদল নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা কৃষকদলের নজরে আসে। 

পরে রাত ৯টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত এক বহিষ্কারপত্র জারি করা হয়।

বহিষ্কারপত্রে বলা হয়, অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানাকে সব পদ থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত এরই মধ্যে জেলা কৃষকদল অনুমোদন দিয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, ‘কৃষকদলের ব্যানারে অবৈধ কর্মকাণ্ড চালাত মাসুদ রানা। তাকে বহিষ্কার করায় কৃষক দল কলঙ্কমুক্ত হলো। এ ধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো পদে স্থান না পায়, সে জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’