তীব্র তারল্য সংকটে ভুগছে গ্লোবাল ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। সংকট উত্তরণে আর্থিক সহায়তা চেয়ে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক দুটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে।
সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে ৪ কোটি ৭০ লাখ টাকা সহায়তা চায় গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্যদিকে পদ্মা ব্যাংক কোনো সুনির্দিষ্ট অঙ্ক না চেয়ে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আগ পর্যন্ত সহায়তা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে।
২৫ আগস্ট প্রথম চিঠি দিয়েছে পদ্মা ব্যাংক। এর ১৬ দিন পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চিঠি দেয় গ্লোবাল ইসলামী ব্যাংক। দুটি ব্যাংকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।