বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:০৩ পিএম

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে টাস্কফোর্সের খসড়া সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:০৩ পিএম

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে টাস্কফোর্সের খসড়া সুপারিশ

ছবি: সংগৃহীত

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত বিষয়ে খসড়া সুপারিশ করেছে টাস্কফোর্স। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিবর্তে স্টক এক্সচেঞ্জকে আইপিও অনুমোদনের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, হাজার কোটি টাকা লেনদেনকারী ‘গুড গভর্নেন্স’ কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার প্রস্তাবও রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন টাস্কফোর্সের সদস্যরা।

টাস্কফোর্সের সুপারিশে বলা হয়েছে, আইপিওতে স্থির মূল্য পদ্ধতিতে ৩০ কোটির কম এবং বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটির কম মূলধনের কোম্পানিকে তালিকাভুক্ত না করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

এছাড়া, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ হাজার টাকা বিনিয়োগের সুযোগ রাখা হবে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত থাকবে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৫০ শতাংশ শেয়ারের মধ্যে ৫ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের এবং বাকি ৪৫ শতাংশ দেশীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে।

টাস্কফোর্স আরও সুপারিশ করেছে, আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি অনুমোদন পাবে কি না, তার প্রাথমিক সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জগুলো। স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির প্রস্তাব বাতিল করলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তা পুনর্বিবেচনা করতে পারবে। আইপিও সংক্রান্ত আইন সংশোধন করে এ বিধান যুক্ত করার সুপারিশও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন।

উল্লেখ্য, পুঁজিবাজারের বিনিয়োগ পরিবেশ, আমানত সুরক্ষা, উন্নয়ন, আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে গত বছরের ৭ অক্টোবর পাঁচ সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এই সুপারিশ হস্তান্তর করেছে টাস্কফোর্সের সদস্যরা।

আরবি/একে

Link copied!