শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৪:৩৫ এএম

গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফন-দাহ কেন?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৪:৩৫ এএম

গোপালগঞ্জে নিহত দীপ্ত, রমজান, সোহেল ও ইমন। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে নিহত দীপ্ত, রমজান, সোহেল ও ইমন। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত চারজনের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন বা সৎকার করা হয়েছে। এতে ভবিষ্যতে মামলার জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন হবে।

বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে শহরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও অর্ধশতাধিক। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।

নিহতরা হলেন—দীপ্ত সাহা (৩০), রমজান কাজী (১৭), সোহেল রানা (৩৫) এবং ইমন তালুকদার। সংঘর্ষের পর রাতেই শহরে কারফিউ জারি হয়, যা পরদিন বাড়ানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবার জোর করে মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে পরিবারগুলোর কেউ মুখ খুলতে চাইছেন না। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘এভাবে ময়নাতদন্ত ছাড়া দাফন আইনত অবৈধ এবং ন্যায়বিচার প্রাপ্তির পথে বড় বাধা।’

কে চালালো গুলি?

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দাবি করেছেন, সংঘর্ষে পুলিশ ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করেনি। সেনাবাহিনী বলেছে, তারা ‘আত্মরক্ষার্থে বলপ্রয়োগ’ করেছে, তবে কোথাও গুলির কথা স্বীকার করেনি।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, ভিডিওচিত্রে গুলির শব্দ স্পষ্ট হলেও, রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে পরিস্কার বক্তব্য নেই। এতে বিভ্রান্তি ও অনাস্থা বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।

তদন্ত কমিটি গঠন

ঘটনার তদন্তে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আহত ও চিকিৎসা ব্যয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হওয়া আব্বাস আলী সরকারের পায়ে এখনো একটি গুলি রয়েছে। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় নিয়ে দুশ্চিন্তায় তিনি।

গ্রেপ্তার ২৪, শহরে থমথমে অবস্থা

এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মতে, সংঘর্ষে অংশ নেওয়া কিছু ‘দুষ্কৃতিকারী’ এখনো গোপালগঞ্জে অবস্থান করছে।

কারফিউ জারির পর শহর অনেকটাই শান্ত হলেও চাপা আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এলাকা ছেড়েছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘আইনি প্রক্রিয়া চলমান আছে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

Shera Lather
Link copied!