চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
একই সঙ্গে ১০ শতাংশের ছাড়িয়ে যাওয়া গড় মূল্যস্ফীতি আরও কিছু দিন চড়া থাকবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বুধবার (২৩ এপ্রিল) বিশ্বের শীর্ষ ঋণদাতা সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস তুলে ধরা হয়।
অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ধসের মুখোমুখি হতে পারে বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন এবং উচ্চ ঋণ ও উৎপাদন খরচকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে বিশ্বব্যাংক।
তবে আর্থিক খাত, রাজস্ব সংগ্রহ ও ব্যবসার পরিবেশের সংস্কার হলে মধ্য মেয়াদে প্রবৃদ্ধি বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, করোনা মহামারির পর সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে বাংলাদেশের জিডিপি ৪.২ শতাংশ হারে বেড়েছে, যা আগের অর্থবছরে ছিল ৫.৮ শতাংশ। গত অর্থবছরে প্রবৃদ্ধি কমার পেছনে অন্যতম প্রধান কারণ রপ্তানি খাতে মন্দা এবং সরকারি ও বেসরকারি বিনিয়োগে পতন।
মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের ভোক্তারা বিপর্যস্ত রয়েছেন। এ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) গড় মূল্যস্ফীতি ১০.৬ শতাংশে পৌঁছেছে। এর ফলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে কমেছে। খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্য ও টাকার অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয় বৃদ্ধিকেই মূল্যস্ফীতির পেছনে বড় কারণ হিসেবে তুলে ধরেছে বিশ্বব্যাংক।
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হার ২০.২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ নিয়োগ দিয়েছে। ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কারের জন্য বিস্তৃত কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। ২০২৬ সালে তা সামান্য বেড়ে ৬ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে। এ ছাড়া চলতি অর্থবছরে ভারতে সাড়ে ৬ শতাংশ এবং পাকিস্তানে ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে বিশ্বব্যাংক সতর্ক করেছে।
আপনার মতামত লিখুন :