ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আকর্ষণীয় ডিসকাউন্টে পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৭:০৮ পিএম
আকর্ষণীয় ডিসকাউন্টে পাঠাও নিয়ে এসেছে ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন। ছবি-সংগৃহীত

বাংলাদেশের মানুষের হাত ধরে তৈরি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ‘পাঠাও’ এবার এসেছে ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন।

দেশজুড়ে এই উৎসব চলবে ১৪ মে থেকে ৩১ মে পর্যন্ত। যেখানে পাঠাও দিচ্ছে ১৬ শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৫০ হাজার টাকা মূল্যের গিফট জেতার সুযোগসহ আরও অনেক আকর্ষণীয় অফার।

মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬ শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে- পাঠাও বাইকে তিনটি রাইডে মোট ৩ শ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১ শ করে), পাঠাও কারে তিনটি রাইডে মোট ৩ শ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১ শ করে)।

এ ছাড়া পাঠাও ফুডে থাকছে পাঁচটি অর্ডারে সর্বমোট ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। প্রতি অর্ডারে ২ শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সঙ্গে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশডিলসহ আরও অনেক কিছু।

‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই আপনার পয়েন্ট বাড়বে দ্বিগুণ।

উৎসবের আনন্দ আরও বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুডের কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।

পাঠাও শপ-এ পেয়ে যাবেন Headgear-এর মতো দেশীয় পছন্দের ব্র্যান্ড থেকে পাঠাও-এর কোলাবরেশনে দেশি মার্চেন্ডাইজ! এবার স্টাইলও হবে দেশি Vibe-এ!