ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতা নিখোঁজ, ৪ পুলিশ ক্লোজড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:০৭ এএম
নিষিদ্ধ ছাত্রলীগ খালেদ খান র‌বিন। ছবি- সংগৃহীত

বরিশালে ছাত্র-জনতার হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ খালেদ খান র‌বিন নামের এক নেতা পু‌লিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রেজা, এএসআই মাহাবুবসহ চার পু‌লিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে।

বিষয়‌টি নিশ্চিত করেন বিএমপির পু‌লিশ কমিশনার শ‌ফিকুল ইসলাম।

পালিয়ে যাওয়া খালেদ ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি।

এ বিষয়ে বিএমপির পু‌লিশ কমিশনার বলেন, বরিশাল নগরীর আমতলার মো‌ড় এলাকায় ছাত্র-জনতা খালেদ খান র‌বিনকে আটক ও মারধর করে পু‌লি‌শের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন‌্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়া‌লি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পুরো বিষয়‌টি খতিয়ে দেখা হচ্ছে।’ আসামিকে দরার চেষ্টা চালানো হচ্ছে।