চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটিয়া পৌর কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন (২৪)-কে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সকালে নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন।
গ্রেপ্তার মো. সাজ্জাদ হোসেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজিপাড়া এলাকার বাসিন্দা মীর মোহাম্মদ হারুনের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে সাজ্জাদের বিরুদ্ধে। এ ছাড়াও আন্দোলনের নেতা-কর্মীদের একাধিকবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতার কারণে দায়ের করা মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’