এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব কর্মকর্তাদের ভয়ের কিছু নাই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সোমবার (৭ জুলাই) এ কথা বলেন তিনি।
আবদুর রহমান খান বলেন, এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারও কোনো ভয়ের কারণ নেই।
তিনি বলেন, অভয় দিতে এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে, তাহলে ভয়ের কোনো কারণ আছে বলে মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে সেটি ভিন্নভাবে দেখা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়নি।’