ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আল-আমীন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:৩৬ পিএম
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ ক্রেডিট অফিসার (সিসিও) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আল-আমীন। ছবি- রূপালী বাংলাদেশ

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ ক্রেডিট অফিসার (সিসিও) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আল-আমীন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আল-আমীন ২০২৩ সালের ২১ জুন প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা প্রদর্শন করে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২০০২ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেট ফাইন্যান্স এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশের অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।

প্রিমিয়ার ব্যাংকের মিডিয়া কমিউনিকেশনের প্রধান মো. জাকারিয়া রহমান এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. তারেক উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।