ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আলোক হেলথকেয়ার-প্রোটেকটিভ ইসলামী লাইফের মধ্যে চুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৬:৩৫ পিএম
আলোক হেলথকেয়ার ও প্রোটেকটিভ ইসলামী লাইফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত। ছবি- সংগৃহীত

আলোক হেলথকেয়ার লি. ও প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৫ জুন) তাদের মধ্যে গুরুত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে এডভাইজার-বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুস সবুর মিয়া (অব), মো. হাসিনুর রহমান, জেনারেল ম্যানেজার, (এইচ আর এডমিন) এবং প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে ডা. নাবিউল হক নাবিল, ডেপুটি ম্যানেজার, গ্রুপ অ্যান্ড অভারসেস।

আরও উপস্থিত ছিলেন- উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্রা।

এই চুক্তির আওতায় যৌথভাবে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বক্তারা, এই অংশীদারিত্বকে দুই প্রতিষ্ঠানের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।