চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসীরা প্রায় ১৯৩ কোটি টাকা সমমূল্যের ৩০ মিলিয়ন (৩০ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে বিস্ময়ের বিষয় হলো এই সময়ে দেশের ৯টি ব্যাংকের মাধ্যমে একটি ডলারও রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জুলাই পর্যন্ত রেমিট্যান্সশূন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, চারটি বেসরকারি ব্যাংক এবং তিনটি বিদেশি ব্যাংক।
রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে: রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেনস ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব ব্যাংকে রেমিট্যান্স কার্যক্রম অনিয়মিত, শাখা ও এক্সচেঞ্জ হাউসের ঘাটতি এবং প্রবাসী গ্রাহক আস্থার অভাব থাকায় তারা রেমিট্যান্স অর্জনে ব্যর্থ হচ্ছে।
উল্লেখ্য, রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখার অন্যতম প্রধান উৎস। নিয়মিত রেমিট্যান্স না এলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি, আমদানি ও রিজার্ভ ব্যবস্থাপনায় চাপে পড়তে হয়।
আপনার মতামত লিখুন :