আগামীকাল (৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই জাতীয় আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে সোমবার (৪ আগস্ট) ব্যাংকগুলোকে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে দুপুর ১টায় রাজধানীর নভোথিয়েটার, বিজয় সরণি ও তেজগাঁও এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রায় অংশ নিতে সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় বলে জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিটি ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেবে। এ বিষয়ে ব্যাংকগুলো ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার প্রধান কার্যালয়সহ শাখাগুলোর নির্বাচিত কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘‘আমরা বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠি পেয়েছি। আমাদের ব্যাংক থেকে একটি প্রতিনিধি দল ‘তারুণ্যের উৎসব’-এর শোভাযাত্রায় অংশ নেবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’’