শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মঈন মাহমুদ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১১:০৪ পিএম

জেডিপিসি’র আয়োজনে পাটপণ্য মেলা, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা

মঈন মাহমুদ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১১:০৪ পিএম

জেডিপিসি’র আয়োজনে পাটপণ্য মেলা, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা

ছবি: রূপালী বাংলাদেশ

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন ‍‍`জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার‍‍` (জেডিপিসি) এর উদ্যোগে বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হয়েছে। ২৬-৩০ নভেম্বর পর্যন্ত  ৫ দিনব্যাপী এ মেলা ১৪৫, মনিপুরীপাড়া, তেজগাঁওস্থ  জেডিপিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এ লক্ষে আজ জেডিপিসির কেনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জেডিপিসি‍‍`র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জিনাত আরা বলেন, ‍‍`পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের  বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন  বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০ টি স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত   সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে বিভিন্ন প্রকার ব্যাগ (সেমিনার ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, স্কুল ব্যাগ, লেডিস পার্স, ওয়াটার ক্যারী ব্যাগ, মোবাইল ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, ভেনিটি ব্যাগ, শপিং ব্যাগ, গ্রোসারী ব্যাগ, সোল্ডার ব্যাগ, ট্রাভেল ব্যাগ, সুটকেস, ব্রীফকেস, হ্যান্ড ব্যাগ, মানি ব্যাগ ইত্যাদি), অফিস আইটেমস (বিজনেস কার্ড, ফাইল কভার, ম্যাগাজিন হোল্ডার, কার্ড হোল্ডার, পেপার হোল্ডার, বক্স ফাইল, পেন হোল্ডার, টিস্যু বক্স কভার, ডেক্স ক্যালেন্ডার ইত্যাদি), নার্সারী আইটেম (জুট টেপ, নার্সারী সীট ইত্যাদি), হোম টেক্সটাইল (বেড কভার, কুশন কভার, সোফা কভার, কম্বল, পর্দা, টেবিল রানার, টেবিল ম্যাট, কার্পেট, ডোর ম্যাট, শতরঞ্জি ইত্যাদি), পরিধেয় বস্ত্র (ব্লেজার, ফতুয়া, কটি, শাড়ী ইত্যাদি), বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

এছাড়া পহেলা নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক ঐতিহ্যার্যবাহী সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরবি/জেডআর

Link copied!